Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রাক্তন চেয়ারম্যান বৃন্দ

★ আগেই বলে রাখি, ব্রিটিশ আমল থেকে ১৯৫৯ সাল পর্যন্ত বর্তমান আইনের ইউনিয়ন পরিষদকে "ইউনিয়ন বোর্ড" বলা হতো আর চেয়ারম্যানকে বলা হতো ইউনিয়ন বোর্ড প্রেসিডেন্ট।

★ ব্রিটিশ আমলে থেকে স্বাধীনতার পূর্ববর্তী সময় পর্যন্ত দূর্গাপুর ইউনিয়ন বোর্ড থেকে নির্বাচিত মাত্র ৩ জন ইউনিয়ন বোর্ড প্রেসিডেন্ট (চেয়ারম্যান) এর নাম আমি জানি...

- যথাক্রমে -

★ ১) মরহুম জমিদার "মোসলেম উদ্দিন খান"

ঠিকানা:- লোকনাথপাড়া, দূর্গাপুর, কাহালু, বগুড়া।

*** তিনি সর্বমোট ৩৬ বছর ইউনিয়ন বোর্ড প্রেসিডেন্ট (চেয়ারম্যান) ছিলেন।

*** উনি উনার অবদানের জন্য ১৯৪৪ সালে ব্রিটিশ সরকার কর্তৃক ফার্ষ্ট ক্লাস ইউনিয়ন বোর্ড প্রেসিডেন্ট এর সনদ লাভ করেন।

*** ১৯৫০-১৯৫৫ সাল পর্যন্ত কাহালু থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন...

(তৎকালীন কাহালু থানা - নিখিল আওয়ামী মুসলিম লীগ) -

*** তিনি এদেশে জমিদারি প্রথা বলবৎ থাকা পর্যন্ত জমিদার ছিলেন।

*** মরহুম জমিদার "মোসলেম উদ্দিন খানজুরি বোর্ডের ৩জন সদস্যের মধ্যে অন্যতম একজন ছিলেন - এটা মানে হলো ব্রিটিশ আমলে জেলা জজদের সহায়তার জন্য বিশেষ সহকারী হিসেবে যাদের নিয়োগ দেওয়া হতো তাদেরকে #জুরি বলা হতো।

★ ২) মরহুম ইয়াছিন আলী মোল্লা দীর্ঘদিন দূর্গাপুর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট (চেয়ারম্যান) ছিলেন...

এবং তিনি কাহালু থানা মুসলিম লীগের সাবেক নেতা...

 "ইয়াছিন আলী মোল্লা" হলেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-মহাসচিব এবং কাহালু -নন্দীগ্রামের সাবেক এমপি প্রয়াত "আজিজুল হক মোল্লার" আপন চাচা...

এবং বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা ও কাহালু-নন্দীগ্রামের সাবেক এমপি "ডাঃ জিয়াউল হক মোল্লার" আপন চাচাতো দাদা...

ঠিকানাঃ- দেওগ্রাম, দূর্গাপুর, কাহালু, বগুড়া।

★ ৩) মরহুম মামদু খান - দূর্গাপুর ইউনিয়ন বোর্ডের ১বার নির্বাচিত ইউনিয়ন বোর্ড প্রেসিডেন্ট।

ঠিকানা:- লোকনাথপাড়া, দূর্গাপুর, কাহালু, বগুড়া।

- স্বাধীন বাংলাদেশে নির্বাচিত
সন্মানিত চেয়ারম্যানগণের নাম -

★ ১) মরহুম ইয়াকুর আলী মৃধা - চেয়ারম্যান - ১৯৭৪ - ১৯৮৮ সাল পর্যন্ত।

ঠিকানাঃ- আটাশি, দূর্গাপুর, কাহালু, বগুড়া।

★ ২) মরহুম ছামছুল ইসলাম খান

*** চেয়ারম্যান - ১৯৮৮ - ১৯৯২ সাল পর্যন্ত।

*** এর আগে তিনি ১৯৭৪ - ১৯৮৮ সাল পর্যন্ত দূর্গাপুর ইউনিয়ন পরিষদের ভাইস-চেয়ারম্যান ছিলেন।

*** সাবেক সফল সভাপতি - ৭নং দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগ।

ঠিকানা:-লোকনাথপাড়া, দূর্গাপুর, কাহালু, বগুড়া।

★ ৩) মরহুম ইয়াকুব আলী মৃধা - চেয়ারম্যান - ১৯৯২ - ১৯৯৮ সাল পর্যন্ত।

ঠিকানাঃ- আটাশি, দূর্গাপুর, কাহালু, বগুড়া।

★ ৪) ডাঃ রহিম উদ্দিন - চেয়ারম্যান - ১৯৯৮ - ২০০৩ সাল পর্যন্ত।

ঠিকানাঃ- সিঙ্গাপাড়া, দূর্গাপুর, কাহালু, বগুড়া।

★ ৫) শাহ মাসুদ হাসান রঞ্জু - চেয়ারম্যান - ২০০৩ - ২০১৭ সাল পর্যন্ত।

এই শাহ মাসুদ হাসান রঞ্জু হলো "আজিজুল হক মোল্লার" নাতি এবং "জিয়াউল হক মোল্লার" ভাতিজা।

ঠিকানাঃ- দেওগ্রাম, দূর্গাপুর কাহালু, বগুড়া।

★ ৬) বদরুজ্জামান খান (ছোট চাচা) -

*** বর্তমান চেয়ারম্যান।

ঠিকানা:- লোকনাথপাড়া, দূর্গাপুর, কাহালু, বগুড়া।