Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
-: নাগর নদী :-
Location
বগুড়া হতে কাহালু উপজেলা হতে দেওগ্রাম দিয়ে দূর্গাপুর ইউনিয়ন এর পগুইল গ্রাম এর ভিতর দিয়ে দূর্গাপুর ইউনিয়ন এর আন্তগত
Transportation
বগুড়া হতে কাহালু উপজেলা হতে দেওগ্রাম দিয়ে দূর্গাপুর ইউনিয়ন এর পগুইল গ্রাম এর ভিতর দিয়ে দূর্গাপুর ইউনিয়ন এর আন্তগত পিপড়া ধানপুজা হয়ে চাকদহ গোলপাড়া দিয়ে চাপাপুর ইউনিয়ন এর ভিতর দিয়ে সিংড়া দিকে অতিবাহিত হয়েছে।
Details

করতোয়ার শাখা নদী নাগর বগুড়া জেলার অন্যতম নদী। এটি বগুড়া জেলার শিবগঞ্জ থানার আটমূল ইউনিয়নস্থ জগদীশপুরের নিকট করতোয়া থেকে বের হয়ে প্রায় ১০ মাইল বগুড়া ও জয়পুরহাট জেলা সীমানা বরাবর প্রবাহিত হয়ে দুপচাঁচিয়া থানায় প্রবেশ করে। তারপর দুপচাঁচিয়া থানার চামরুল ইউনিয়নস্থ আমলপুরের ১.৫ মাইল পূর্ব দিয়ে মাসিমপুর, চামরুল, মোস্তফাপুর, পোড়াপাড়া, আটগতি, দুপচাঁচিয়া ইউনিয়নস্থ খালাস ধাপ, সঞ্চয়পুর, আলোহালী, তালোড়া ইউনিয়নের তালপাড়া, তালোড়া রেল স্টেশনের পূর্ব পার্শ্ব দিয়ে কিছুদুর অতিক্রমপূর্বক ধাপঘোগা খালী অর্থাৎ পরানপুর, চাপাপুর, গালিয়া, দমদমার নিকট সিংড়া থানায় প্রবেশ করে সিংড়া ব্রীজের কাছে আত্রাই নদীতে পড়েছে। নদীটির দৈর্ঘ্য প্রায় ৭৫ মাইল। নদীটি খুবই সর্পিল প্রকৃতির এবং বর্ষাকলে বেশ পানি থাকে। নদীটি বগুড়া জেলার শিবগঞ্জ থানা, জয়পুরহাট জেলার কালাই ও ক্ষেতলাল থানা এবং বগুড়া জেলার দুপচাঁচিয়া, শেরপুর, আদমদীঘি, কাহালু ও নন্দীগ্রাম থানা সীমানা বরাবর প্রবাহিত। তাই এ নদীটিকে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান এবং জেলা থানা সীমান নির্ণয়কারী নদী হিসেবে আখ্যা দেয়া হয়।