Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
পাঁচপীর মাজার
Location
পাঁচপীর মাজার থানাঃ কাহালু জেলাঃ বগুড়া।
Transportation
বগুড়া শহর হতে ট্রেন বাস আথবা সি.এন.জি যোগে পাঁচপীর মাজার শরিফে আসা যাবে।
Details

পাঁচপীর মাজার কাহালু উপজেলার ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত। পাঁচ জন পীর বা অলি একই স্থানে শায়িত আছেন বলে স্থানটির নামকরণ হয়েছে ‘‘পাঁচপীর’’। মাজারটি উঁচু একটি ঢিবির উপর অবস্থিত। তবে সম্রাট আকবরের শাসনকালে থেকে স্থানটি ‘‘পাঁচপীর মাজার’’ নাম ধারন করে আসছে বলে জনশ্রুতিতে জানা যায়। ১৯৫২ সালে মাজার এলাকা সমতল করার সময় ইট দ্বারা বাধানো ০৫ (পাঁচ) টি কবর আবিস্কৃত হয়।