Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
জীবন ও জীবিকা
বিস্তারিত

দৃশ্যটি দূর্গাপুর ইউনিয়ন থেকে তোলা  ইউনিয়ন টি তে বিচিএ পেশার মানুষের বসবাস জন্মের মাধ্যমে যে জীবনের যাত্রা শুরু, সেই জীবনকে কতটা সাফল্যময় এবং উপভোগ্য করতে পেরেছি - সেটাই মূখ্য। শুধু জীবন থাকলেই হল না, গড়ে তুলতে হবে 'কোয়ালিটি অফ লাইফ'। তেমনি শুধু সময় অতিবাহিত করলেই হল না, অতিবাহিত করতে হবে 'কোয়ালিটি অফ টাইম' - উন্নত দেশের মানুষের এই কথাগুলো আমার কাছে ভীষন গুরুত্বপূর্ন মনে হয়। আমাদের দেশের মানুষের চাওয়া-পাওয়ার দিকে তাকালে অতি সহজেই প্রতিমান হয় যে, আমাদের জীবন ও জীবিকার ধারা কতটা নিম্মমানের। কৌতূক অভিনেতা হানিফ সংকেত চুক্টির ছলে বলেছিলেন, 'স্যার, বেতন দিতে হবে না। শুধু বসার জণ্য একটা চেয়ার-টেবিল দিলেই চলবে'। শুধু বসার জন্য একটা চেয়ার-টেবিল এটাই হল জীবিকা আর এতেই চলে যাবে জীবন। কত অল্পতে খুশী।